ফাল্গুনের বৃষ্টিতে গমচাষীদের কপালে ভাঁজ!
নাটোর অফিস॥ আর কিছু দিনের মধ্যেই কৃষকের গোলায় উঠতো গম। অথচ ফাল্গুনের এক পাশলা বৃষ্টিতে মাঠের পর মাঠ কাঁচা, আধা পাকা গম মাটিতে শুয়ে পড়েছে। সরেজমিনে নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে এমন দৃশ্য দেখা যায়। অসময়ের এই বৃষ্টিতে...