নাটোরে কচুরিপানার নিচে চলনবিলের সাড়ে চার হাজার হেক্টর জমি!
নবীউর রহমান পিপলু ও নাইমুর রহমান, চলনিবলের সিংড়া অংশ ঘুরে গত মৌসুমে উপর্যপুরি দু’দফা বন্যায় চাষাবাদ বিপর্যয়ে এমনিতেই দিশেহারা চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ার কৃষকরা। টানা দুই বছর ফসলহানির রেশ না কাটতেই চলতি আমন মৌসুমে আবারো চাষাবাদ নিয়ে শঙ্কায়...