হালতিবিলে তিন লক্ষাধিক টাকার হুইল-বর্শি পুড়িয়ে বিনষ্ট
নাটোর অফিস ॥ নাটোরের নলডাঙ্গার হালতি বিলের অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকার করার সময় তিন লক্ষাধিক টাকা মূল্যের শতাধিক হুইল-বর্শি জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত হুইল বর্শিগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। সোম...