নাটোরের লালপুর বৃষ্টিহীন, হুমকিতে ৭ হাজার হেক্টর জমির আমন ধান
আশিকুর রহমান টুটুল, লালপুর দেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের স্থান নাটোরের লালপুরে বৃষ্টি নেই প্রায় এক মাস। বৃষ্টির অভাবে তাই এবার কপাল পুড়েছে রোপা আমন চাষীদের। চারা রোপণের সময় কিছুটা হলেও এখন নেই বৃষ্টির ছিটেফোঁটাও। ফলে উপজেলার প্রায় ৭হাজার হে...