নাটোরের লালপুরে এক বছরে ৩২৩টি মাদক মামলা!
আশিকুর রহমান টুটুল,লালপুর, নাটোর॥ নাটোরের লালপুরে গত এক বছরে ৯হাজার১৬৩ পিচ ইয়াবা, ৬০ কেজি ৯৭৬ গ্রাম গাঁজা, ১৩২ লিটার ৯শ গ্রাম চোলাইমদ, ৯৪৯ বোতল ফেন্সিডিল, ৮৪.৫৫ গ্রাম হেরোইন উদ্ধারসহ ৩২৩ টি মাদক মামলা দিয়েছে থানা পুলিশ। লালপুর থানার ওসি সেলিম...