কৃষকের শয়ন ঘর থেকে বের হলো এক এক করে ২৫ সাপ!
নাটোর অফিস ॥ নাটোরের গুরুদাসপুরে এক কৃষকের শয়ন ঘর থেকে পাওয়া গেলো ২৫টি গোখরা সাপ। বুধবার বিকেলে উপজেলা পৌর সদরের আনন্দনগর মহল্লার মৃত সাদেক আলীর ছেলে কৃষক সৈয়দ আলীর শয়ন ঘর থেকে একটি মা সাপ ও ২৪টি বাচ্চা গোখরা সাপ...