নাটোর-৩:সচেতন সিংড়াবাসীর পর্যবেক্ষণে এগিয়ে পলক
নাটোরঃনাটোর-৩ (সিংড়া) আসনে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাই সিংড়াজুড়ে এখন উচ্ছাস, যেন ঈদের আনন্দ। তবে সচেতন প্রতিমন্ত্রী ভাঙ্গেননি আচরণবিধি, মেনেছে...