নাটোরে বন্যার পানিতে জাল ফেললেই উঠছে মাছের ঝাঁক
নাটোর অফিস॥ বন্যার পানিতে থৈ থৈ করছে চলনবিল। পানির তোড়ে ভেসে গেছে তিন শতাধিক মাছের ঘের। ঘের থেকে এসব মাছ ভেসে ভেসে খাল, বিল, নদী, লোকালয়ে চলে আসছে। এই অবস্থার সারা বিল জুড়েই এখন দেশী-বিদেশী মাছের রাজত্ব। ঘের ও পুকুরগুলোতে...