সিংড়ায় নৌকাসহ মাঝি নিখোঁজ, রক্তমাখা নৌকা উদ্ধার!
নাটোর অফিস ॥ নাটোরের সিংড়ায় থেকে নৌকাসহ নিখোঁজ হওয়ার একদিন পেড়িয়ে গেলেও নৌকাার মাঝি আরজুর (৩০) সন্ধ্যান পাওয়া যায়নি। তবে গুরুদাসপুর উপজেলার আত্রাই নদীর হরদমা এলাকা থেকে নৌকাটি উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, উদ্ধারকৃত নৌকায় রক্তের দাগ রয়েছে। নি...