পাওনা টাকা চাওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার -১
নাটোর অফিস॥ নাটোরের লালপুরে মুদি দোকানে বাঁকির টাকা চাওয়ায় এক দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আব্দুস সালাম (৪৫) উপজেলার কদিমচিলান চৌষডাঙ্গা গ্রামের ইয়াজুদ্দিন শাহ্র ছেলে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড় টার দিকে চৌষডাঙ্গা এলাকায় এ ঘ...