স্থাপনের পর থেকেই কৃষি আবহাওয়া পুর্বাভাস যন্ত্র অলস পড়ে রয়েছে
নাটোর অফিস ॥ নাটোরের ৫২ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টানিয়ে রাখা কৃষি আবহাওয়া পুর্বাভাস যন্ত্র কোন কাজেই আসছেনা। গত তিন বছর ধরে এই যন্ত্রটি অলস পড়ে রয়েছে। যাদের উপকারের জন্য এই যন্ত্র বসানো হয়েছিল সেই কৃষকরা জানেননা এই যন্ত্রটি কি কাজে...