নাটোর অফিস॥
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। গত দু’দিন ধরে কুয়াশার কারনে সুর্যের দেখা মিলছেনা। ঘন কুয়াশায় মহাসড়ক সহ গ্রামীন সড়কগুলোতে যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে ও ঝুকি নিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। এভাবে যাতায়াত করতে গিয়ে মানুষের ভোগান্তি বেড়েছে। মানুষজন জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হচ্ছেনা। বিশেষ করে দিন মজুর ও নিন্ম আয়ের মানুষদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। কাজে যেতে না পারায় দিনমজুর ও নিম্ম আয়ের মানুষরা অলস সময় কাটাচ্ছেন। হাটবাজারে মানুষের উপস্থিতি কম থাকায় পণ্যের দোকানগুলিতেও বেচা কেনা নেই। নাটোর শহরের নিচাবাজার এলাকার খুচরা মাছ ব্যবসায়ী আতিয়ার রহমান জানান, কুয়াশার কারনে ক্রেতার আগম কম ছিল। ফলে অনেক রাত অবধি তাদের মাছ বিক্রির জন্য বসে তাকতে হয়েছে। কুয়াশার কারনে মোটা অংকের টাকা লোকসান গুনতে হয়েছে। সবজি ব্যবসায়ীরাও জানান তাদেরও একই অবস্থা। সোমবার দিনভর অলস সময় কাটাতে হয়েছে। বেচা কেনা আশানুরুপ হয়নি।
এদিকে কয়েক দফা বন্যার পর ঘন কুয়াশায় ফসল আবাদ নিয়ে শংকিত হয়ে পড়ছেন কৃষকরা। এভাবে ঘনকুয়াশা অব্যাহত থাকলে কৃষিতে প্রভাব পড়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেননা স্থানীয় কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা। কুয়াশা সত্বেও তা উপেক্ষা করে কৃষকরা মাঠে নেমেছেন। তাদের ধারনা ২ /১ দিনেই কুয়াশা কেটে যাবে।