নাটোর অফিস॥
নাটোরে জেলা ও উপজেলা প্রশাসনের কালেক্টরেট সহকারী কর্মচারীরা তাদের দুই দফা দাবীতে কর্মবিরতি পালন করছে। কালেক্টরেট সহকারী কর্মচারী সমিতির ব্যানারে কালেক্টরেট সহকারী কর্মচারীরা গত ১৫ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চত্বরে অবস্থান কর্মসুচী সহ কর্মবিরতি পালন করছে। সোমবার দ্বিতীয় দিনেও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কালেক্টরেট সহকারী কর্মচারীরা অবস্থান নিয়ে দিনভর কর্মবিরতি পালন করে। এসময় বক্তৃতা করেন সমিতির সভাপতি আসাদ আলী মোল্লা,সাধারন সম্পাদক রথিন চন্দ্র মন্ডল প্রমুখ। বক্তারা বলেন, তাদের বৈধ দাবিকে অগ্রাহ্য করা হচ্ছে বারবার। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন কর্মসুচী অব্যাহত থাকার ঘোষনা দেন নেতৃবৃন্দ।
এদিকে প্রতিদিন সকাল থেকে কারেক্টরেট কর্মচারীরা কর্মবিরতি পারন করায় ভোগান্তিতে পড়েছেন সাধারন সেবা গ্রহিতারা।