নাটোর অফিস॥
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষনের দায়ে ৪ গুড় ব্যবসায়ীকে ১ মাস করে কারাদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে র্যাব-৫ এর একটি দল লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় ১০ হাজার কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির রাসায়নিক দ্রব্যসহ ভেজাল উপকরন জব্দ করা হয়। কারাদন্ডপ্রাপ্তরা হলেন, লালপুরের বালিতিতা ইসলামপুর গ্রামের আজের উদ্দিনের ছেলেমোঃ ঝন্টু মিয়া (২৯), একই এলাকার জহুরুল ইসলামের ছেলে সান্টু মিয়া (২২), আমিরুল ইসলামের ছেলে রবিউল আওয়াল (২০) ও মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ রজলুর রহমান (২০)।
সিপিসি-২, র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে তার নেতৃত্বে র্যাব-৫ এর একটি দল লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকার ৪ গুড় ব্যবসায়ী ঝন্টু মিয়া,সান্টু মিয়া,রবিউল আওয়াল ও রজলুর রহমানকে ভেজাল গুড় তৈরি, সংরক্ষন ও বিক্রির অভিযোগে আটক করা হয়। এসময় ১০ হাজার কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির রাসায়নিক দ্রব্যসহ ভেজাল উপকরন জব্দ করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) শাম্মি আক্তারের সামনে হাজির করা হয়। এসময় তিনি আটককৃতদের ১ মাস করে কারাদন্ডের আদেশ দেন। এছাড়া আদালতের নির্দেশে বেশ কিছু আলামত ধ্বংস করা হয় এবং ৫শ কেজি চিনি ও একশ’ কেজি ময়দা আলামত জব্দ করা হয়েছে।