নাটোর অফিস॥
আগামীতে নারী নির্যাতন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন নাটোরের বিশিষ্টজনরা। মুজিব বর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্য নিয়ে শনিবার নাটোরে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোর পুলিশ লাইনসে পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি রতœা আহম্মেদ, জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খাঁন, পৌর মেয়র উমা চৌধুরী জলি, পিবিআই পুলিশ সুপার শরিফউদ্দিন, কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুস সালাম প্রমুখ।