লালপুর: নাটোরের লালপুরে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে কৃতিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে লালপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরীতে শিক্ষক-৩৩, শিক্ষার্থী-১৪১ ও ১১টি শিক্ষা প্রতিষ্ঠানকে সংবর্ধিত করা হয়।
লালপুর উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। সম্মানিত অতিথি ছিলেন নাটোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, লালপুর থানা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ।
এ সময় ১৪১ জন কৃতি শিক্ষার্থীদের নগদ ১৫০০ টাকা ও ক্রেস্ট এবং ৩৩ জন কৃতি শিক্ষক ও ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।