নাটোর: পুলিশের ওপর হামলাসহ নাশকতা মামলায় নাটোরের সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদকে কারাগারে প্রেরন করেছে আদালত। দাউদার মাহমুদ মঙ্গলবার নাটোরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ হাজির হয়ে জামিনের আবেদন জানান। শুনানী শেষে আদালতের বিচারক সুলতান মাহমুদ আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারী মাসে সরকার বিরোধী হরতাল চলাকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় যানবাহনে হামলা, ভাংচুর ও পুলিশের ওপর চড়াও হয়ে মারপিট করা হয়। পরে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বাদী হয়ে পুলিশের কর্তব্য কাজে বাদা প্রদান ও মারপিটের অভিয়োগে সিংড়া থানায় দুটি পৃথক মামলা রুজু করেন। ওই দুটি মামলায় সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদ সহ মোট ২৮ বিএনপি নেতা কর্মীকে আসামী করা হয়। দাউদার মাহমুদ মঙ্গলবার এই মামলায় নাটোরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ হাজির হয়ে জামিনের আবেদন জানান।
এদিকে বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ,জেলা বিএনপির সহ সভাপতি সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ,শহীদুল ইসলাম বাচ্চু ও সাধারন সম্পাদক আমিনুল হক সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদকে অবিলম্বের মুক্তির দাবী জানিয়েছেন। তারা এই মিথ্যা মামলা দায়েরে নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবী জানান।