নাটোর অফিস॥
নাটোরের লালপুরে মোটরসাইকেল তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা ও ১৫ পিচ ইয়াবাসহ আব্দুল জলিল (৪০) নামের মাদক চোরাকারবারীকে আটক করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ। আটক আব্দুল জলিল একজন আঃন্তজেলা মাদক চোরাকারবারী বলে জানান ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ। সে ওয়ালিয়া আমিন পাড়া গ্রামের সবুজ আলীর ছেলে। আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে গাঁজা ও ইয়াবাসহ ধুপইল উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই কৃষ্ণ মোহন সরকার আটকের সত্যতা নিশ্চিত করে জানান,‘জলিল একজন আঃন্তজেলা মাদক চোরাকারবারীর সদস্য। তার নামে একাধিক বিচারধীন মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ধুপইল বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ দেখে জলিল তার ব্যবহৃত মোটরসাইকেল রেখে দয়ারাপুর বাজারের দিকে পালানোর চেষ্টা করলে পুলিশ পিছু দাওয়া করে তাকে আটক করে। তার মোটরসাইকেলের তল্লাশি করে ছিটের নিচ থেকে ২০ গ্রাম গাঁজা ও হেডলাইটের ভেতর থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ উদ্ধারকৃত মাদক দ্রব্য জব্দ করা হয়। জলিলের নামে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুু হয়েছে।