বাউলের মন ছুঁয়ে-ছুটে যায়,
সবুজের মেলায় দিগন্তরেখায়!
বিধাতা দিয়েছেন সবটুকু;
অকৃপণভাবে প্রাণভরে,
যুগে যুগে শতসহস্র বর
এই মায়াময় রাজসিক নাটোরে!!
রাজবাড়ি থেকে গণভবন
সবখানেই টানে মন,
দিঘীর জলে বিলের তলে
পাষাণের ও মনটি গলে।
সিংড়া থেকে গুরুদাসপুর
বিলশাহ কতদূর?
ডুবন্ত রাস্তায় আমরা চলি
গ্রামের নাম তৃষিখালী।
চলন বিলের বুক চিড়ে;
মেরুন পঙ্খীরাজ চলছে ধীরে।
মন আমাার বার বার হারায়
বন-বনানীর ছায়াঘেরা এই না প্রান্তরে;
এই মায়াময় রাজসিক নাটোরে!!
-এ কে সরকার শাওন