নাটোর অফিস
নাটোরের লালপুরে আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া টাকা, আখ মাড়াই আখের ন্যায্য মূল্য ও মিল বি-রাষ্ট্রীয় করণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ৬দফা দাবি দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলের ২নং গেটে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সিমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক অধ্যাপক বাবু সুকুমার সরকার, সিনিয়র সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি হাফিজুর রহমান,অর্থ সম্পাদক মাস্টার হাফিজুর রহমান, আখচাষী নেতা মাস্টার কার্তিক চন্দ্র প্রাং আব্দুল করিম প্রমুখ।
বক্তরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আখচাষী সহশ্রমিক-কর্মচারীদের বকেয় টাকা পরিশোধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দলনের হুঁশিয়ারী দেন।
মানববন্ধন শেষে ৬দফা দাবি সম্বিলত একটি স্মারকলিপি মিলের ব্যবস্থাপনা পরিচালকের নিকট হস্তান্তর করেন।