বাগাতিপাড়া:নাটোরের বাগাতিপাড়ায় পল্লি উন্নয়ন অফিস (বিআরডিবি) এর পল্লি প্রগতি প্রকল্পের অধিনে প্রশিক্ষণ পরবর্তি ১৫ জনকে ঋণের টাকা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জিমনিসিয়ামে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
জানা যায় উপজেলা পল্লি উন্নয়ন অফিস (বিআরডিবি) এর পল্লি প্রগতি এর অধিনে উপজেলার বাঁশবাড়িয়া প্রশিক্ষণ পরবর্তি মহিলা দলের ১৫ জন সদস্যদের মাঝে ঋনের ৪ লক্ষ ৪৫ হাজার নগদ অর্থ ও একটি করে গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি), বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মিয়া, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার নির্মল কুমার,জুনিয়র অফিসার হিসাব মৃদুল কুমার রায় প্রমূখ।