মুজিব শতবর্ষে সিংড়া উপজেলায় এক লাখ বৃক্ষ রোপণ করা হবে


নাটোর অফিস ॥
নাটোরের সিংড়ায় ২৫ হাজার গাছের চারা বিতরন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১ লাখ বৃক্ষ রোপণের অংশ হিসেবে এসব চারা বিতরন করা হয়েছে। আজ শনিবার উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী। একই সাথে তিনি ৬৬০ জন কৃষকের মাঝে কৃষি বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষ রোপণের ওপর গুরুত্ব দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তিনটি করে গাছ লাগানোর কথা বলেছেন। নিজ নিজ আঙিনায় বৃক্ষ রোপণে প্রধানমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতিমন্ত্রী পলক আরও বলেছেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্যে কয়েক কোটি মানুষ যেখানে বেকার হয়ে বিধ্বস্থ হয়েছেন, আল্লাহর রহমতে শেখ হাসিনার সরকার সকল দুযোর্গ কাটাতে সক্ষম হয়েছেন। বাংলাদেশের ১৭ কোটি মানুষের আহারের ব্যবস্থা করেছেন শেখ হাসিনা সরকার। করোনার এ সময়ে কেউ না খেয়ে নাই।কৃষি ক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনার ব্যবস্থা করেছেন। বিনামূল্য প্রয়োজনীয় উপকরণ দিয়েছেন, শতভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, চলনবিলের ৪শ ৬০ কোটি টাকা ব্যয়ে সরকার কৃষি ও কৃষকদের কল্যাণে প্রকল্প অনুমোদন দিয়েছেন। এতে করে কৃষকরা বন্যার সময়ে সময়মত ঘরে ধান তুলতে পারে সরকার সে ব্যবস্থা করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ভূমি রকিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওহিদুর রহমান , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *