বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় ফসলি জমি খুঁড়তে গিয়ে সন্ধান পাওয়া ৬১ রাউন্ড গুলি উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার রাতে ওই গুলি উদ্ধার করা হয়। পুলিশের ধারনা উদ্ধার হওয়া রাইফেলের গুলি মহান স্বাধীনতা যুদ্ধের।
জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া মুনসিপাড়া গ্রামের আক্কেল আলীর জমিতে বর্গাচাষি জমসেদ আলী বেগুন চাষের জন্য জমি প্রস্তুত করছিলেন। এ সময় কোদাল দিয়ে জমি খুড়তে গিয়ে পলিথিনে মোড়ানো গুলি দেখতে পায় ওই কৃষক। বিষয়টি স্থানীয় পুলিশকে জানালে ওই রাতেই জমি থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬১ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন উদ্ধারকৃত ৬১ রাউন্ড গুলির সবকটিই মরিচা ধরা। মহান স্বাধীনতা যুদ্ধে ব্যবহারের জন্য থ্রিনট থ্রি রাইফেলের গুলি এমনটি প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।