নাটোর অফিসঃ
কোরবানির পর বর্জ্য অপসারণে কাজ শুরু করেছে নাটোরের সিংড়া পৌরসভা। এ কাজে অংশ নিয়েছেন স্বয়ং পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।
শনিবার দুপুর নাগাদ পশু কোরবানি শেষ হলে বিকেল থেকে সিংড়া পৌর এলাকায় বর্জ্য অপসারণে নামে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। এসময় রাস্তায় রাস্তায় জীবানুনাশক স্প্রে করেন মেয়র ফেরদৌস।
মেয়র ফেরদৌস বলেন, এই মুহুর্তে সিংড়া শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখা দরকার। নাগরিকদের সুরক্ষা দিতে আমরা দ্রুত কাজ করে চলেছি।