নাটোর অফিসঃ বন্যার পানির তীব্র প্রবাহের কারণে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি পারপাড়া ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে।
তীব্র স্রোত ধীরে ধীরে ভাগনাগরকান্দী পাড়পাড়া- তেমুখ নওগাঁ বাজার নব নির্মিত সড়ককে দুর্বল করে তুলছে। এতে যে কোনো সময় রাস্তা ভেঙ্গে প্লাবিত হতে পারে পারপাড়া।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারনে ভাগনাগরকান্দী পাড়পাড়া-তেমুখ নওগাঁ বাজার সংলগ্ন নব নির্মিত সড়কের অবস্হা অত্যন্ত ভয়াবহ হয়ে পড়েছে। সব থেকে বেশি ঝুঁকির মধ্যে আছে পারপাড়া মহল্লা বাসি। মহল্লাটি একেবারে নদীর সাথে সংযুক্ত থাকায় মহল্লার মানুষ যে কোনো মুহূর্তে বড় ধরণের বিপদের সম্মুখীন হতে পারে।