নাটোর অফিস॥ আত্রাই, গুড়নই, বারনইসহ নাটোর দিয়ে প্রবাহিত বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
সিংড়া উপজেলার শাহাবাজপুর থেকে নওগাঁ বাজার রাস্তার কয়েকটি স্থানে রাস্তার উপর পানি উঠার উপক্রম হয়েছে।
দ্রুত বন্যার পানি বৃদ্ধি অব্যহত থাকায় বন্যার আশংকা করছেন স্থানীয়রা। ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবী তাদের।
শাহবাজপুর এলাকার বাসিন্দা রওনক হাসান হারুন বলেন, নদীর পাড় সংলগ্ন রাস্তায় দ্রুত বালির বস্তা দিয়ে বাঁধ নির্মান না করলে রাস্তা ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বসে পড়ার সম্ভাবনা রয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ব্যক্তিগত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ডকে সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।