নাটোর॥
নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী সুমাইয়া হত্যার অভিযোগে শাশুড়ি সৈয়দা মালেকা ও ননদ জাকিয়া জুথিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে পুলিশ নিহত সুমাইয়ার শাশুড়ি সৈয়দা মালেক ও ননদ জাকিয়াকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোরশেদ আলমের আদালতে উপস্থাপন করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে মুল অভিযুক্ত সুমাইয়ার স্বামী মোস্তাক হোসেন ও শশুড় জাকির হোসেন এখনো পলাতক রয়েছে।
এদিকে সুমাইয়ার মৃত্যুর প্রকৃত কারণ নির্নয়ে তার ভিসেরা রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান নাটোর সদর হাসপাতালের আর এমও ডাঃ আমিনুল ইসলাম।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর সদর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আব্দুল মতিন বলেন, ‘এখনই কোন মন্তব্য করবো না। ভিসারা নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই জানা যাবে বিস্তারিত।