নাটোর অফিস॥ করোনার প্রভাবে উপার্জনহীন অবস্থায় সাংসারের অভাব মেটাতে ব্যর্থ হওয়ায় নাটোরের বড়াইগ্রামের নওদা জোয়ারী গ্রামে জুয়েল রানা নামে এক যুবক গলায় গামছা পেঁচিয়ে আত্নহত্যা করেছেন। জুয়েল ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।
শনিবার ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জমসেদ আলী জানান, করোনার সংকটকালীন সময়ে আয় রোজগার কমে যাওয়ায় সংসারের অভাব মেটাতে না পেরে মানসিক সমস্যায় ভুগছিলেন জুয়েল। আজ শনিবার সকালে বাড়ির লোকজন ঘরের ভেতর গলায় ফাঁস দেয়া অবস্থায় তাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, সাংসারিক অভাবের কারণে মানসিক চাপে এই আত্নহত্যা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সঠিক কারণ জানা যাবে।