নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম, নাটোরঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলা ভূমি অফিসের কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় ওই অফিসের সকলের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য পাঠানোর সাথে সাথে অফিসটি লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া আক্রান্ত কর্মচারির পরিবারকেও আইসোলেশনে রাখা হয়েছে।
গত কাল ( ৮ মে) প্রাপ্ত নাটোর জেলার করোনা প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বড়াইগ্রাম উপজেলা ভূমি কর্মকর্তা মোহাইমিনা শারমিন জানান, গতকালের করোনা পরীক্ষার ফলাফলে আমাদের এক কর্মচারী সনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি প্রায় সকলেরই সংস্পর্শে এসেছিলেন।
মোহাইমিনা শারমিন আরো জানান, নমুনা নেয়ার পর অফিসের সকলকে বাড়িতে আইসোলেসনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।