নাটোর অফিস॥
নাটোর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের বিরুদ্ধে বড়হরিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসমান গণির পরিবারের সদস্যদের উপর হামলার পর প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
আজ বুধবার দুপুরে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন চেয়ারম্যান ওসমান গণি।
লিখিত বক্তব্যে ওসমান গণি জানান, তিনি একজন মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের ইন্ধনে ছেলে বড় হরিশপুর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম কালিয়াকে গতকাল বিকেলে আটক করে পুলিশ। ছেলেকে আটকের পর মাসুমের সমর্থকরা তার বাড়িতে হামলা চালায়। বাধা দিতে গেলে তার অসুস্থ সহধর্মিনি আহত হন। ছেলেকে নিরস্ত্র অবস্থায় উনিয়ন পরিষদ কার্যালয় থেকে আটক করে পুলিশ বুধবার দেশীয় অস্ত্রসহ আদালতে চালানের পর জেল হাজতে প্রেরণ করেছে।
জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম বলেন, তিনি বা তার সমর্থকরা কেউ চেয়ারম্যানের বাড়িতে হামলা চালাননি বা হুমকি দেননি। তার রাজনৈতিক ইমেজ ক্ষুন্ন করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, চেয়ারম্যানের ছেলে কালিয়াকে সুনির্দষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ছাত্রলীগ সম্পাদকের বিরুদ্ধে চেয়ারম্যানের দায়েরকৃত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।