নাটোর অফিস॥
নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া দুর্গা মন্দিরটি অতিবর্ষণে ধসে পানিতে বিলীন হয়ে গেছে।
গতকাল শনিবার বিকেল ৪ টার দিকে মন্দিরের একাংশ পুকুরে ধসে পড়ে যায়।
মন্দির কমিটির সাধারন সম্পাদক শ্রী ভবানী চন্দ্র বলেন, ‘২০০২ সাল থেকে আমরা এখানে পুজা আর্চনা করে আসছি। ২০১০ সালের দিকে অবকাঠামো নির্মাণ শুরু হয়। প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে গ্রামে হিন্দু সম্প্রদায়ের অর্থায়নে নির্মাণ হয়। স্থানীয় সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকেরও কিছু অনুদান রয়েছে। এ গ্রামে প্রায় ৭০ ঘর এই মন্দিরে পুজা-আর্চনা করে আসছে।’
মন্দির কমিটির সভাপতি শ্রী নারায়ন চন্দ্র জানান, ‘আমরা খেটে খাওয়া মানুষ অনেক কষ্টে মন্দিরটি নির্মাণ করেছি। ভেঙ্গে পড়ায় আমাদের অনেক ক্ষতি সাধিত হয়েছে। সরকারী ভাবে সহযোগিতা দরকার। স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সুদৃষ্টি কামনা করছি।’