নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে অর্ধশতাধিক মৃত বুলবুলি পাখি পাওয়া গেছে। রাতের কোনো এক সময় পাখিগুলো মারা যায়। পাখিগুলো বিষ মেশানো ভাত খেয়ে মারা গেছে বলে জানিয়েছে উপজেলা প্রাণি সম্পদ বিভাগ।
আজ শুক্রবার(২৪শে এপ্রিল) দুপুরে মৃত পাখিগুলোর কয়েকটির ময়না তদন্ত করার পর এ তথ্য নিশ্চিত করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু।
তিনি জানান, পাখিগুলো খাবারের সন্ধানে এ সময়টিতে গৃহস্থের বাড়িতে যায়। ধারণা করছি কোনো এক বাড়িতে পেতে রাখা বিষ মেশানো ভাত খেয়েছিলো পাখিরা। ভাত খাওয়ার পর বটগাছের ডালে আশ্রয় নেওয়ার পর পাখিগুলো একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মারা যাওয়া কয়েকটি পাখিকে এনে ময়না তদন্তের পর তাদের খাদ্য নালীতে নীল রংয়ের বিষ মেশানো ভাত পাওয়া গেছে। যারা বা যে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তারা বা সে অমানবিক ও অন্যায় কাজ করেছে।