নাটোর অফিস॥
নাটোরে রাতের আঁধারে খাবার নিয়ে দুঃস্থদের দোঁড়গোড়ায় পৌছে দিচ্ছে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়েনর স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন কাছিকাটা তরুণ সংঘ। তরুণদের ব্যাতিক্রম এই উদ্যোগ ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছে।
সংগঠনটির উদ্যোক্তা শিহাব ওয়ার্সী জানান, তারা সপ্তাহে ২-৩ দিন এলাকার মেইন পয়েন্ট গুলো এবং মশিন্দা ইউনিয়নের বৃহত্তম বাজার কাছিকাটা বাজার জীবাণু মুক্ত রাখার জন্য স্প্রে কার্যক্রমসহ করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। এছাড়া স্থানীয় অসহায় পরিবারগুলোকে সাহায্যর জন্য নিজেদের পাশাপাশি বিত্তবান ব্যাক্তিদের থেকে কাছ টাকা সংগ্রহ করে তহবিল গঠন করেছে। ইতোমধ্যে বেশ কিছু দারিদ্র পরিবারকে ৭-১০ দিনের প্রয়োজনীয় দ্রব্যাদি (চাল,ডাল,আলু,তেল এবং সাবান) রাতের অন্ধকারে নিজেরা ভ্যান গাড়ি ঠেলে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছিয়ে দিয়েছে।
শিহাব বলেন, ‘আমরা মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা যদি যার যার অবস্থান থেকে সবাই সচেতন হই এবং মানুষের পাশে দাঁড়াই তাহলে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া সহজ হবে। আমাদের সহযোগিতায় কেউ অংশীদার হতে চাইলে ০১৭৩৪৫৪০৮১১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।’