নাটোর: নাটোরে হেরোইন বহনের দায়ে নুর ইসলাম (৩৮) নামের একজনকে যাবাজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ আদেশ দেন। নুর ইসলাম রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা গ্রামের মৃতত ওয়াজউদ্দিন মন্ডলের ছেলে।
মামলার বিবরণী সূত্রর জানা যায়, ২০১১ সালের ৩রা ফেব্রুয়ারী নাটোর ঢাকা মহাসড়কের বড়াইগ্রামের রাথুয়া এলাকায় এমপি সাফারী নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ১০০ গ্রাম হেরোইনসহ নুর ইসলামকে আটক করে পুলিশ। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন সহকারী পরিচালক আমিনুল কবির। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার নুর ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলী ছিলেন পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম।