নাটোর অফিস॥
নাটোর শহরের ভেঙ্গে পড়ছে সামাজিক দুরত্ব নির্দেশনা। সকাল থেকে নিচাবাজার ও কানাইখালী এলাকায় রাস্তা ঘাটের দৃশ্য দেখে মনে হয় দেশে কোন সংকট চলছে না। তবে পণ্যের দাম ক্রমাগত বেড়ে যাওয়ায় অনেকেই রোজা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য আগাম কেনার জন্য বাজারে আসছেন। মাইকে পুলিশ সামাজিক দুরত্ব নির্দেশনা মেনে চলার জন্য মাইকিং করলেও জনসাধারণ নির্বিকার। সবার একই অজুহাত তারা বাজার করতে বের হয়েছেন।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, জনসাধারণের সচেতনতার বিকল্প নেই। আমরা ধাওয়া দিচ্ছি। দোকান বন্ধ করে দিচ্ছি।সকল চায়ের দোকান বন্ধ করে দিয়ে চলে আসার পরেআবার লোকজন রাস্তায় নামছে। ঘরে থাকার জন্য সরকার এবং বেসরকারী উদ্যোগে চলছে খাদ্য সহায়তা। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। এরপরেও জনস্রোত থামছেনা। এরপর থেকে পুলিশ আরো কঠোর হবে।