নিজস্ব প্রতিবেদক, সিংড়া,নাটোর॥
নাটোরের সিংড়ায় নীতি, নৈতিকতা অবক্ষয়, চাল চুরির দায়ে প্রাথমিকভাবে দোষী প্রমানিত হওয়ায় এবং দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে সুকাশ ইউনিয়ন ৬ নং ওয়ার্ড সাধারন সম্পাদক শাহিন শাহ ও ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল স্বপন দলীয় পদ থেকে অব্যহতি দিয়েছে ইউনিয়ন আওয়ামীলীগ।
রবিবার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহার আলী ও সাধারন সম্পাদক হালিম মো: হাসমত স্বাক্ষরিত পত্রে জানা গেছে।
উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দলের পদে থেকে কেউ অন্যায়, অপকর্ম করলে তার দায় দল নিবেনা।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মিনহাজ উদ্দিন জানান, ইউনিয়ন আওয়ামীলীগ তাদের অব্যহতি দিয়েছে। উপজেলা আওয়ামীলীগ বহিস্কারের সুপারিশ করে জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় আওয়ামীলীগ বরাবর পত্র প্রেরণ করছে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কোভিড-১৯ মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন, সে নির্দেশ অমান্য করে দলীয় শৃংখলা ভঙ্গ, নৈতিক অবক্ষয়, ত্রাণ বিতরণে প্রাথমিক ভাবে অনিয়ম প্রমানিত হওয়ায় তাদেরকে দল থেকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে।