নিজস্ব প্রতিবেদক, সিংড়া, নাটোর॥
নাটোরের সিংড়া উপজেলা শুকাশ ইউনিয়নের কুড়িপাকিয়া গ্রাম লকডাউন করা হয়েছে। করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যুর পর গ্রামটি লকডাউন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার কুড়িপাকিয়া গ্রামের ফরিদ উদ্দিন ব্যাপারীর স্ত্রী মোছাঃ আরজিনা বেগম (৪০) দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়ার মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশনে তার মৃত্যু হয়। পরে ওই গ্রামকে লাল পতাকা টাঙিয়ে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরিন বানু নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত ওই গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল আলম এর উপস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক মৃতদেহটি দাফনের নির্দেশ দেয়া হয়েছে।