নাটোর অফিস॥
নাটোর সদরের কান্দিভিটুয়া এলাকায় শ্রমিক নেতা হোসেন সরদার ও তার ভাইয়ের দুই বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িতে অবস্থানরত হোসেন সরদারের কন্য সম্প্রতি করোনা উপসর্গ নিয়ে গাজীপুর থেকে নাটোরে এসেছেন। এ ঘটনার মেয়ের নমুনা সংগ্রহ করার পর পুলিশ ওই দুই বাড়ির গেইটে তালা লাগিয়ে দিয়েছে।
আজ বুধবার(৮ই এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল গিয়ে দুই বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, সম্প্রতি করোনা উপসর্গ নিয়ে গাজীপুর থেকে কান্দিভিটুয়ায় বাবার বাড়িতে এসেছেন হোসেন সরদারের মেয়ে। জ্বর, সর্দি ও কাশি থাকায় আজ সকালে ওই তার শারীরিক নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি ইউনিটে পাঠানো হয়েছে। দুপুরে বাড়ির দরজায় তালা মেরে লকডাউন করে দেয়া হয়েছে। আগামীকাল নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।