নিজস্ব প্রতিবেদক, সিংড়া, নাটোর॥
নাটোরের সিংড়া উপজেলায় অবৈধ মোটরসাইকেল বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে শতাধিক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গত ৩ দিনে প্রায় শতাধিক মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল থেকে সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর এ আলম সিদ্দীকির নেতৃত্বে বামিহাল, জামতলী, সিংড়া বাসস্ট্যান্ড এবং বাজারে অভিযান চালিয়ে অর্ধশতাধিত মোটরসাইকেল জব্দ করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর এ আলম সিদ্দীকি বলেন, ‘করোনা ঝুঁকির কারণে সিংড়াবাসীকে বাইরে বের না হতে বারবার অনুরোধ করছি। এরই অংশ হিসেবে লাইসেন্সবিহীন অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়ে মামলা দেয়া হচ্ছে। জব্দ করা হচ্ছে মোটরসাইকেল। একই সঙ্গে বৈধ মোটরসাইকেল চালকদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে অনুরোধ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত রয়েছে।’