নাটোর অফিসঃ
নাটোরে বিদেশ ফেরত ১২ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে উৎসাহিত করতে আগামীকাল মঙ্গলবার থেকে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। প্রয়োজনে এই কমিটি হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে আইনের কঠোর প্রয়োগেরও ঘোষণা দিয়েছে।
আজ সোমবার(১৬ই জানুয়ারী) রাত ৮ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরী সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, বিদেশ থেকে এখন পর্যন্ত ১২ জন ব্যক্তি নাটোরে এসেছেন। তাদের কেউ কেউ হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে জনসমক্ষে ঘোরাফেরা করছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিলো। এসব ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের লক্ষ্যে যে কোন প্রকারে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, মঙ্গলবার থেকে আমরা কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের নিজ নিজ এলাকায় গিয়ে এতদসংক্রান্ত প্রয়োজনীয়তার ব্যাপারে মানুষদের সচেতন করবো। বিষয়টি প্রাথমিকভাবে উৎসাহিতকরণের মাধ্যমে শুরু হবে। তবে তা মানা না হলে বৃহত্তর জনস্বার্থে সংশ্লিষ্ট আইনের কঠোর প্রয়োগ করা হবে।