নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম, নাটোর॥
নাটোরের বড়াইগ্রামে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌরসভা চত্বরে “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” কর্মসূচীর আওতায় পরিচ্ছন্ন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্ন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বড়াইগ্রাম পৌর মেয়র আলহাজ্ব মোঃ আঃবারেক সরদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সংসদ ও জেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, নাটোর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ গোলাম রাব্বি, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ,বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃআব্দুর রাজ্জাক সরদার,সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃমাহাবুব উল হক বাচ্চু এবং জেলা পরিষদের সদস্য মৌটুসি আক্তার মুক্তা।
আলোচনা শেষে বড়াইগ্রাম পৌর গেট থেকে বর্ণাঢ়্য শোভা যাত্রা শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর গেটে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিল উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ পৌরসভার সকল পরিচ্ছন্ন কর্মী।