নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড়াল নদের পাড় থেকে এক ফুটফুটে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিবিড় পরিচর্যাসহ চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয়রা বলছেন, স্বীকৃতি না দিতে ফুটফুটে নবজাতককে হত্যার উদ্দেশ্যে বিহারকোল ব্রিজ থেকে বড়াল নদে ফেলে হত্যার চেষ্টা করা হয়েছে।
আজ শনিবার সকালে বড়াল নদীর ব্রীজের নিচে থেকে ওই কন্যা শিশুকে উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন জানান, শনিবার বাগাতিপাড়া উপজেলার বিহারকোল এলাকায় ফরহাদ ও হোসেন নামে দুই ব্যক্তি প্রকৃতির কাজ সারতে বড়াল নদের ব্রীজের ধারে যায়। এসময় নবজাতকের কান্না শুনে নদের ধারে জঙ্গলের মধ্যে এক নবজাতককে দেখতে পায়। তারা সেখানে গিয়ে ওই নবজাতককে খালি শরীরে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতককে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে নবজাতককে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
নবজাতকের সন্ধানদাতা ফারুক জানান, তারা নদীর পাড়ে ওই নববজাতককে খালি গায়ে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা সেখানে গিয়ে পুলিশে খবর দিয়ে নবজাতককে উদ্ধারের ব্যবস্থা করে।