নাটোর অফিস॥
নাটোরের নারদ নদের উভয় তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে প্রশাসন। জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের নেতৃত্বে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত দল সোমবার সকালে নাটোর শহরের হেমাঙ্গিনী ব্রীজ এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। নাটোর জেলার নদ-নদী দখল করে গড়ে ওঠা ১৫শ’ অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে পানি উন্নয়ন বোর্ড। সে তালিকা অনুযায়ী নদী উদ্ধারে ধারাবাহিক ভাবে এ অভিযান চলবে।
এই অভিযানের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা, ডিডি এলজি গোলাম রাব্বী,উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গঅর আলম সহ জেলা প্রশাসন ও পানিউন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্রক পুলিশের উপস্থিতিতে এই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।
জেলা প্রশাসক শাহরিয়াজ বলেন, যারা স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিচ্ছে,চাইলে তাদের লোকবল দিয়ে সহায়তা করা হবে। সিএস ম্যাপ অনুযায়ী সীমানা নির্ধারন করে যথাযথ প্রক্রিয়ায় উচ্ছেদ কার্যক্রম বা অবৈধ স্থাপনা ভাংগার কাজ শুরু করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।