নাটোর অফিস॥ পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নাটোরে লবন বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। লবন নিয়ে গুজব প্রতিরোধে
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীচাবাজার এলাকায় সকল লবন বিক্রেতা ও জনসাধারণের মাঝে বাজার মনিটরিং করেন তিনি। এসময় পৌর পরিষদের সদস্যবৃন্দ এবং জেলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ।
মেয়র উমা চৌধুরী জলি বলেন, কোন বিক্রেতা যদি সরকার নির্ধারিত মূল্যের চাইতে বেশি মূল্যে লবন বিক্রি করে তাহলে নিকটস্থ থানাকে অবগত করার জন্য অনুরোধ করা হলো।
তিনি আরও বলেন, দেশে লবণের কোনো ঘাটতি নেই। বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে।