নাটোর অফিস॥
অস্বাভাবিক দামে পেঁয়াজ বিক্রির মতো নাটোরে লবন বিক্রি হতে দেয়া হবে না জানিয়ে ভোক্তাদের কাছে পরিমিত লবন বিক্রির আহ্বান জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
আজ মঙ্গলবার(১৯শে নভেম্বর) রাতে লবনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে জেলা প্রশাসনের বৈঠকে তিনি এ আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, জেলার প্রত্যেক পরিবেশক ও ব্যবসায়ীরা তাদের নিজ নিজ ক্রেতাদের লবনের চাহিদা সম্পর্কে জানেন। অতিরিক্ত লবন বিক্রি করা যাবে না। কেউ স্বাভাবিক প্রয়েজনের তুলনায় বেশী পরিমাণে লবন কিনতে পারবে না। এটি নিশ্চিত করতে বুধবার থেকে সাদা পোষাকে পুলিশ মাঠে থাকবে। কেউ অস্বাভাবিক পরিমাণ লবন বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে। পেঁয়াজের দশা লবনের হতে দেয়া হবে না।
জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে ব্যবসায়ী, পুলিশ ও প্রশাসনের এই ত্রিপক্ষীয় বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সায়দুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, এফবিসিসিআই পরিচালক ও নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর বিসিকের উপ-ব্যবস্থাপক দিলরুবা দিপ্তি, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, স্থানীয় সাংবাদিকসহ শতাধিক লবন পরিবেশক ও ব্যবসায়ী।