নাটোর অফিস॥ হঠাৎ করেই নাটোরের অভ্যন্তরীণ সড়কগুলোতে কমে গেছে যাত্রীবাহী বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ।
সোমবার (১৮ নভেম্বর) দুপুর থেকেই নাটোর-বগুড়া ও নাটোর-পাবনা রুটে যাত্রীবাহী বাস চলাচল কমতে শুরু করে। নতুন সড়ক পরিবহণ আইনের কারণে দক্ষিণাঞ্চলে বাস ধর্মঘট শুরু হওয়ায় নাটোরসহ উত্তরাঞ্চলে এর প্রভাব পড়েছে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।
যাত্রীবাহী বাস কমে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। দক্ষিণাঞ্চলগামী নাটোর-পাবনা মহাসড়কে দু-একটি বাস চলাচল করলেও নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে শেষ হওয়া ঈশ্বরদী গেইট পর্যন্ত গিয়ে ফিরে আসছে বাসগুলো। এতে কুষ্টিয়া, যশোর ও খুলনার যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে রওনা দিচ্ছেন।
পরিবহণ শ্রমিকরা বলছেন, নতুন সড়ক পরিবহণ আইন কার্যকর হওয়ার পর থেকে চালকরা বাস চালাতে ভয় পাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন জেলায় শুরু হয়েছে বাস ধর্মঘট। এর ফলে সড়কে কমে গেছে যাত্রীবাহী বাসের সংখ্যা।
তবে বাস মালিক সমিতির দায়িত্বশীল কর্তারা এই ব্যাপারে এখনই মুখ খুলতে চাচ্ছেন না।