নাটোর অফিস॥
নাটোরর শহরের বড়হরিশপুর বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে পলিথিন ও কাগজে মোড়ানো অবস্থায় রাইফেল ও রিভলবারের ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ৩ রাউন্ড পয়েন্ট থ্রিনটথ্রি রাইফেলের এবং বাকী ৩ রাউন্ড টু টু বোর রিভলবারের গুলি বলে নিশ্চিত করেছে পুলিশ।
সোমবার(৯ই সেপ্টেম্বর) দুপুরে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনজার্জ সৈকত হাসান জানান, সোমবার দুপুরে পাওয়ার গ্রীডের ভেতর পরিত্যক্ত অবস্থায় ছয় রাউন্ড গুলি দেখতে পান আনসার সদস্য মোস্তাফিজুর রহমান। পরে তার দেয়া তথ্যানুযায়ী ঘটনাস্থল পরিদর্শন করে গুলিগুলো উদ্ধার করে ডিবি পুলিশের সদস্যরা। উদ্ধারের পর সদর থানায় গুলিগুলো হস্তান্তর করা হয়েছে। কিভাবে পাওয়ার গ্রীডের মতো সংরক্ষিত স্থানে গুলিগুলো রাখা হলো তা খতিয়ে দেখা হচ্ছে।