নাটোর: নাটোরের নলডাঙ্গায় আকষ্মিক ঝড়ো হাওয়ায় রাস্তার পাশের গাছ ভেঙ্গে পড়ে মোঃ সোহাগ হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আব্দুল আজিজ (৩০) নামে অপর এক আরোহী। বুধবার (০৭ আগষ্ট) দুপুর সোয়া দুইটার সময় উপজেলার নলডাঙ্গা- হাপানিয়া সড়কের নলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন উপজেলার খোলাবাড়ীয়া গ্রামের মৃত ইয়াদ আলী মন্ডলের ছেলে। আর আহত আজিজ একই উপজেলার নওদাপাড়া গ্রামের মনতাজ আলীর ছেলে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুর রহমান জানান, বুধবার দুপুরের দিকে সোহাগ ও আজিজ নওদাপাড়ার এক আত্মীয়র বাড়ি থেকে মোটরসাইকেলে করে নলডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথে নলডাঙ্গা-হাপানিয়া সড়কের নলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে আকষ্মিক ঝড়ো বাতাসে রাস্তার পাশের একটি ছোট গাছ তাদের ওপর ভেঙ্গে পড়ে। এতে সোহাগ আঘাত প্রাপ্ত হয়ে ছিটকে বারনই নদীতে পড়ে তলিয়ে যায়। আর আজিজ নদীর তীরে গিয়ে পড়ে। এ অবস্থায় স্থানীয় লোকজন টের পেয়ে আজিজকে উদ্ধার স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আর সোহাগকে দীর্ঘ সময় খোঁজাখুজির পর অচেতন অবস্থায় পানির নিচ থেকে উদ্ধার করেন। এসময় তাকে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকোর ছায়া নেমে এসেছে।