নাটোরঃ নাটোরে আদিবাসীদের ২৫ তম দিবস আয়োজন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আর্ন্তজাতিক আদিবাসী দিবসে এবারের প্রতিপাদ্য ‘আদিবাসী ভাষা’ সম্পর্কে বক্তব্য রাখেন পৌর মেয়র উমা চৌধুরী জলি, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নবীউর রহমান পিপলু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি চিত্তরঞ্জন সাহা,পুজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়,মহিলা পরিষদ নেত্রী শ্যামা বসাক, প্রভাষক ফিরোজা বেগম, এনজিও কর্মী রওশন আরা শ্যালী,সিবলী সাদিক, জেলা আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নরেশ ওড়াও, সাংবাদিক বাপ্পী লাহিড়ীসহ আদিবাসী প্রতিনিধিরা। শনিবার শহরের কাপুড়িয়াপট্রিস্থ পার্টি প্যালেসে জেলা আদিবাসী উন্নয়ন সংস্থা আয়োজিত মতবিনিময় সভায় সভাপত্বি করেন আদিবাসী পরিষদের উপদেষ্টা আফজাল হোসেন।
নাটোরে আদিবাসীদের মতবিনিময় সভা
আপডেট: ০৩/০৮/২০১৯, সময়: ১৬:১২