নাটোর অফিস॥ নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খননের অভিযোগে এনতাজ শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে খনন বন্ধ করে এক্সক্যাভেটর মেশিন সরিয়ে নিয়ে যাবে মর্মে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।
বুধবার (২৯ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ এ জরিমানা করেন।
তিনি জানান, স্থানীয়দের দেয়া তথ্যে জানতে পারেন উপজেলার জালন্দা গ্রামে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন কাজ চলছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের দায়ে এনতাজ শেখকে এক লাখ টাকা জরিমানা করা হয়।